কলকাতা

কলকাতা মেট্রোতে আত্মহত্যার শীর্ষে ২০২৪ সাল, লোকসভায় জানালেন রেলমন্ত্রী

Kolkata Metro suicides topped in 2024: Railway Minister

Truth Of Bengal: কলকাতা মেট্রোতে দিন দিন বেড়ে চলেছে আত্মহত্যার ঘটনা। আর তাতে কার্যত দুর্ভোগের মুখে পড়ে নিত্য যাত্রীরা। এবার লোকসভাতে উঠল এই প্রশ্ন।  তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কলকাতা মেট্রোতে আত্মহত্যার কথা স্বীকার করে নিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন লোকসভাতে গত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় কতগুলি আত্মহত্যার ঘটনা ঘটেছে একথা জানতে চান মালা রায়। আর তখনই পরিসংখ্যা তুলে ধরেন রেলমন্ত্রী।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘ ২০২০ সালে কলকাতা মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেছিল একটি। ২০২১ সালে এমন কোন ঘটনা ঘটেনি। ২০২২ সালে  পাঁচটি, ২০২৩ সালে  চারটি  আর ২০২৪ সালে সাতটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্তই দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।‘

এই তথ্য সামনে আসতেই মালা রায় জিজ্ঞাসা করেন মেট্রো কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছেন?  প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান,’ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ লাইনের সবকটি ষ্টেশনে স্লাইডিং দরজা রয়েছে। অন্যদিকে স্লাইডিং দরজার পরিবর্তে গার্ডরেল বসানোরও পাইলই প্রজেক্ট শুরু করেছে কলকাতা মেট্রো।‘ বলা বাহুল্য, ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোতে আত্মহত্যার ঘটনায় যাত্রী পরিষেবা ব্যাহত হয়। এই আবহে এবার সামনে এল কলকাতায় আত্মহত্যার পরিসংখ্যা।

Related Articles