‘দিনকাল ভালো নয়, বাড়িতে থাকার ইচ্ছে আছে?’ ৫ প্রাক্তন ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সোমবার ৫ ছাত্রকে হাজির করানো হয় আদালতে

The Truth of Bengal: যোগেশচন্দ্র ল কলেজের পাঁচ প্রাক্তন ছাত্রকে মস্তানি না করার পরামর্শ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে দিলেন হুঁশিয়ারি। বললেন, মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকার ইচ্ছে আছে, না অন্য কোথাও পাঠাবো?
আদালত সূত্রের খবর, যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক নিয়োগ নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনকারী ছিলেন এক ছাত্র। ওই ছাত্রের অভিযোগ, আদালতে মামলা করার জন্য তাঁকে হুমকি দিচ্ছেন ৫ প্রাক্তন ছাত্র। বিষয়টি জানার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চারুমার্কেট থানার ওসিকে নির্দেশ দেন, ৫ ছাত্রকে আদালতে হাজির করানোর। সোমবার ৫ ছাত্রকে হাজির করানো হয় আদালতে।
সোমবার মামলা শুনানি পর্বে, রীতিমতো হুঁশিয়ারির সুরে ওই ৫ ছাত্রকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাবো? আগামী ৬ মাস যেন তাঁদের কলেজের ত্রিসীমানা দেখা না যায়। এমনই কড়া বার্তা দেন বিচারপতি।