জুনিয়ার ডাক্তারদের আবার কর্মবিরতি, কর্মবিরতিতে নাজেহাল রোগীর পরিবার
Junior doctors strike again

Truth of Bengal: রাজ্যের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা সোমবার শুনানিতে জানানো হয় তারপরে ফের পূর্ণ কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের পক্ষে আবারও ১০ দফা দাবি পূরণের অনুরোধ। ভোগান্তিতে নাজেহাল রোগীর সহ রুগীর পরিজন।
১০ দফা দাবিতে ফের কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সোমবার গভীর রাত পর্যন্ত জিবি মিটিংয়ে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে, ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীর থেকে শুরু করে রোগী পরিজন সকলেই ভোগান্তির মুখোমুখি। বেলঘড়িয়া থেকে আগত সৌরভ সাহার ইউএসজি করাতে এসে চরম ভোগান্তির মুখোমুখি তিনি জানাচ্ছেন জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে কেন এই সমস্যার মুখোমুখি হতে হবে? এই ভোগান্তি শেষ কোথায় ? প্রশ্ন তুললেন তিনি
তাদের অভিযোগ অন্য সময় গুলিতে পাঁচ জন ডাক্তার দিয়ে পরিষেবা দেওয়া হত সেই জায়গায় কিভাবে একজন ডাক্তার এর পক্ষে এত ভিড় সামাল দিয়ে পরিষেবা দেওয়ার অসম্ভব ক্ষোভ উগরে দিচ্ছে রুগীর পরিজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার রোগী ভোগান্তির কথা মাথায় রেখে যেখানে কাজে ফেরার ব্যাপারে অনুরোধ করছে। সেই জায়গায় জুনিয়র চিকিৎসকদের এখনো কড়া মনোভাব কিছুতেই শিথিল হচ্ছে না যার মাশুল গুনছে রুগী সহ তার পরিজন ।