কলকাতা

‘এই লক-আপে থাকব না’, আবদার জ্যোতিপ্রিয়ের

Jyotipriya Mallick

The Truth of Bengal: এই লক-আপে থাকব না,’ এবার জেলে এইভাবেই আবদার করে বসলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খবর জেল সূত্রের। প্রেসিডেন্সি জেলের পয়লা ২২-শের ৭ নম্বর সেল দেখার পরেই মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এছাড়াও জেলে তিনি আরও আবদার করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি আবদার করেছেন – ‘বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে, নিয়ে চলুন SSKM – জেলে আবদার মন্ত্রী জ্যোতিপ্রিয়র।

জেল হাসপাতা সূত্রের খবর, মন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমন একটা ভালো নয়, জানিয়েছেন জেল হাসপাতালের চিকিৎসকরা। তবে সূত্রের খবর তারপরই চিকিৎসকদের এই কথায় ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী।প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা ২২ নম্বর সেল ওয়ার্ডে আছেন মন্ত্রী। এই সেলে সবথেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তরা এই সেলেই আছেন।

রবিবার প্রথম রাতে সেলের মেঝেতে কম্বল পেতে শুতে হয়েছিল মন্ত্রীকে।  প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালুকে রাখা হয়েছে, সেখানে রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা, ফলত সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷ তবে জেলে খাটে শুতে চাইলে তাঁকে আলাদা করে আবেদন করতে হবে। তা না হলে মেঝেতেই কম্বল বিছিয়ে ঘুমতে হবে মন্ত্রীকে।

Free Access

Related Articles