কলকাতা
রাজ্যপাল না থাকলেও রাজভবনে ঢুকল পুলিশ, সত্যসন্ধানে স্পেশাল টিম কথা বলে অভিযোগকারিণীর সঙ্গে
Even though the Governor was not present, the police entered the Raj Bhavan

The Truth of Bengal: রাজভবনে নেই রাজ্যপাল সিভিআনন্দ বোস। তিনি এখন কেরলে রয়েছেন।তার মাঝেই শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনে যায় পুলিশ। স্পেশাল টিম অভিযোগকারিনীর সঙ্গে কথা বলে। লালবাজারের উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে।টিমের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি –সেন্ট্রাল। ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিমে মোট আট জন সদস্য রয়েছেন। শুক্রবার স্পেশাল টিম অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেন। আইনি পরামর্শও নেওয়া হচ্ছে।