শুক্রে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
Education Minister meets jobless people on Venus

Truth Of Bengal: আজ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। বেলা ৩ টের সময় বিকাশ ভবনে হবে বৈঠক। বৈঠকে শিক্ষমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের দুজন আধিকারিক। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। উপস্থিত থাকবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ৮ জন প্রতিনিধি। বুধবার সাংবাদিক সম্মেলনে এই বৈঠকের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রাত্য বসু চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আন্দোলন নয়, কাজে ফিরুন। কারা কী করছেন, নিশ্চয়ই আদালত খেয়াল রাখবে। শিক্ষকরা ক্লাসে গেলে, তাঁদেরই সুবিধা। আলোচনা এবং আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না।’
বুধবার কসবার ঘটনায় এখনও পরিস্থিতি সরগরম। কসবায় বিক্ষোভ দেখানো শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের বিষয়টি সম্পর্কে ব্রাত্য বলেছিলেন, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক, নিন্দাজনক এগুলি যখন একদিকে সত্যি, আবার এগুলিও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে মিটিংয়ের পর তাঁদের (শিক্ষকদের) নেতৃত্বস্থানীদের আমার বৈঠক হয়েছে আমরা বলেছি সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কীভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বের করব। সেই নিয়ে ওদের নেতৃত্বস্থানীয়রা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন।
আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বসে সুরাহা বের করা বা ওদের দাবিগুলো শোনার কথা। যে সরকারের কাছে আপনি দাবি করছেন যে সরকার আমাদের সাহায্য করুন শিক্ষা দফতর সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে আছে তা হলে আপনাদের কথা অনুযায়ী আন্দোলন লড়াই কিছুদিন তো সেক্ষেত্রে তো স্থগিত রাখা যায়। এগুলির জন্য দিন পড়ে আছে।’ সেই কথা আজ শুক্রবার বিকাশ ভবনে হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়। ফলে গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে তাকিয়ে সব পক্ষ।