কলকাতা

ধর্ম নিয়ে তাস খেলবেন না, বিধানসভায় বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Don't play cards with religion, CM gives strong message to BJP in Assembly

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভায় বক্তব্য রাখলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল সর্বধর্ম সম্প্রীতির কথা। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। দেশের অখণ্ডতা বজায় রাখতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, একটা বাচ্চা কাচের বোতল ভেঙে দিলে তাকে বকো, আর কেউ যদি দেশটাকে ভেঙে দেয় তাহলে কি তুমি গর্ব করো? রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, যখন আমরা কোনো চেয়ারে বসি we care for all।

ধর্মীয় কাঠ খেলা বন্ধের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের এই ধর্ম মানে শুধু মানুষকে খুন করা, মানুষ কে কেটে ফেলা, টুকরো টুকরো করা। আপনারা সেই ধর্ম করছেন। সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। সেটা আমি করবই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষের জীবনে মানবিকতা হল সবচেয়ে বড়। আমি আগেও বলেছি আজ আবার বলছি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা কোনোমতেই কাম্য নয়।‌ সেটাকে ধিক্কার জানাই।

যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন। দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন।‌ আগামী দিনে দেখবেন আবার কোনো দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে। তুমি এখন শুধু জামাটা বদলেছো। এই জামাটা আবার যেন না লাল জামায় পরিনত না হয়।

Related Articles