দিঘা থেকে ২০৫ কিমি দূরে সাইক্লোন মিধিলি, ধেয়ে আসছে!
Cyclone Midhili, 205 km away from Digha, is coming!

The Truth Of Bengal : সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশের মন ভার। কোথাও কোথাও ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে হাল্কা মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবেই জেলা গুলিতে এই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবার শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। তার জেরে প্রবল গতি বেগে বইতে পারে হাওয়া, হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুক্রবার সকালে পাওয়া আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিঘা থেকে মাত্র ২০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই সাইক্লোন মিধিলি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছে এই সাইক্লোন আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া সহ আরও বেশ কয়েকটি জেলায়। এছাড়া, শুক্রবার রাত পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে।
এই সাইক্লোন মিধিলি -র জন্য আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা তো থাকছেই এছাড়া নষ্ট হতে পারে শীতের নানা রকম সাগ সব্জি। পিছিয়ে যেতে পারে আলু চাষ। ফলে ফের বাজারদর বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদমই। শনিবার সকালের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। রবিবার রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা কমার আশা রয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
FREE ACCESS