
The Truth of Bengal: খাস কলকাতায় রাস্তায় প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। মৃত যুবকের নাম শেখ দুলারা, বয়স ২৯, তিনি কাশীপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডের একটি পুলিশ কিয়স্কের সামনে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চিৎপুর এলাকায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুই যুবকের মধ্যে বচসা চলছিল। তখনই এক যুবক ছুরি চালাতে শুরু করে শেখ দুলারার উপর। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান দুলারা। আর তারপরেই পালিয়ে যায় অভিযুক্ত আরেক যুবক। অন্যদিকে শেখ দুলারাকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
কেন ওই যুবককে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক ব্যক্তিকে। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Free Access