কলকাতারাজনীতি

রাজ্যমন্ত্রিসভায় রদবদল, বাবুলের পর্যটন দফতর গেল ইন্দ্রনীলের হাতে, দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয়, প্রদীপের

Cabinet reshuffle

The Truth of Bengal: বড়সড় রদবদল করা হল রাজ্যমন্ত্রিসভায়। বাবুল সুপ্রিয়র হাতে থাকে পর্যটন দফতর দেওয়া হল ইন্দ্রনীল সেনকে। পরিবর্তে বাবুলকে দেওয়া হয়েছে অপ্রচলিক শক্তি দফতর। সমবায়মন্ত্রীর পদ থেকে সরানো হল অরূপ রায়কে।

রাজ্যমন্ত্রিসভায় বড় পরিবর্তন হতে পারে, এই ইঙ্গিত আগেই ছিল, দলীয় স্তরে থাকা সেই জল্পনার অনেকটাই মিলে গেল। সম্প্রতি বাবুল সুপ্রিয়র সঙ্গে ইন্দ্রনীল সেনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। বাবুলের অভিযোগ ছিল, তাঁর কাজে নাক গলাচ্ছেন ইন্দ্রনীল। তিনি পাল্টা পরামর্শ দিয়েছিলেন দিদিকে বলার জন্য। সেই সময় থেকেই আশঙ্কা ছিল, বাবুলের দফতর পরিবর্তন হতে পারে। এবার হলও তাই। তাঁর হাত থেকে পর্যটন দফতর সরিয়ে দেওয়া হয়েছে অপ্রচলিত শক্তি দফতরকে। পাশাপাশি দফতর হারাতে হয়েছে অরূপ রায়কে। গুঞ্জন উঠেছিল, সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। অরূপ রায়কে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হর্টিকালচার দফতর।

আরও পড়ুন- আলু চাষে আত্মনির্ভর হওয়াই লক্ষ্যে পেরুর সংস্থার সঙ্গে চুক্তি কৃষি দফতরের

অরূপের হাত থেকে সমবায় দফতর সরিয়ে প্রদীপ মজুমদারকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেখছিলেন পঞ্চায়েত দফতর, তার পাশাপাশি তিনি সমবায় দফতরও সামলাবেন। দায়িত্ব বৃদ্ধি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকেরও বনদফতরের পাশাপাশি তিনি সামলাবেন শিল্প পুনর্গঠন দফতর।

Related Articles