কলকাতা

উত্তরে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে চড়বে পারদ

Chance of rain in the north, mercury will rise in the south

Truth Of Bengal : মার্চের প্রথম দিন। শীত বিদায় নিয়েছে বহু আগেই। এবার পালা গরমের। ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গিয়েছিল। এবার মার্চের শুরুতেই গ্রীষ্ম নিয়ে দুঃসংবাদ শুনিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই মাসের মধ্যেই থাবা বসাবে গ্রীষ্ম। আসন্ন গরমের মরসুমেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে অনান্য জেলার চায়তে তাপপ্রবাহের মাত্রা বেশি হবে পশ্চিমের জেলাগুলিতে।

হাওয়া অফিসের মতে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। প্রত্যেক দিন ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনকি মার্চের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এখন থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহ থেকেই ধীরে ধীরে গরম পড়ে যাবে বঙ্গে। আগামী সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রয়েছে তুষারপাতের পূর্বাভাসও।

Related Articles