কলকাতা

সাতসকালে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআইয়ের হানা

ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

The Truth of Bengal: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হল সিবিআই।  রবিবার সকাল ৯টা নাগাদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই।

স্থানীয় সূত্রের খবর, ফিরহাদের বাড়িতে সিবিআই তল্লাশি চালানোর সময়, ওই এলাকায় জমায়েত হন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রথম দিকে তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান দিতে থাকে। যদিও ফিরহাদের নির্দেশে, স্লোগান দেওয়া বন্ধ করে ফিরহাদের অনুগামীরা।  ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

মেয়রের বাড়িতে সিবিআই হানার খবর পেয়ে সাড়ে নটা নাগাদ আসেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকে বাড়ির বাইরে আটকে দেওয়া হয়। বেশ কিছু আধিকারিকের সঙ্গে তর্ক বিতর্ক চলতে থাকে। তার কিছুক্ষণ পরেই প্রিয়দর্শিনীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এমনকী তিনজন পরিচারিকাকেও ঢুকতে দেওয়া হয়, বাড়ির ভিতর।

বিস্তারিত আসছে….

Related Articles