কলকাতা
Trending
Big Breaking: ছুটির দিনে কেষ্টপুর লোয়ার বাগজোলা খালে এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Big Breaking: An unidentified body was found in Kestpur Lower Bagjola canal during the holidays, in Chanchalya area.

The Truth Of Bengal : রবিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের হরিচাঁদ পল্লী লোয়ার বাগজোলা খাল।
সূত্রের খবর , রবিবার সকাল বেলায় জেসিবি দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় হঠাৎ করে মাঝবয়সী যুবকের দেহ দেখতে পায় কর্মীরা। তারা দেহটিকে দেখতে প্বেয়ে সাথে সাথে খবর দেয় বাগুইআটি থানায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানায় পুলিশ ।
উল্লেখ্য , ঘটনাস্থলে এসে পুলিশ দেহটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । তবে এখনও পর্যন্ত ওই মৃত যুবকের পরিচয় জানা যায় নি । এছাড়া ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ । তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে ওই যুবকের মৃত্যুর কারন জানা যাবে।