বাঘাযতীন ফুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবারের থিম, সাবেকি মণ্ডপ, চিরন্তন প্রতিমা
Durga Pujo 2023

Bengla Jago Pujo: দক্ষিণ কলকাতার বাঘাযতীন ফুলবাগান সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবে ফিরে এসেছে সেই সাবেকিয়ানা। পুরনো সেই ট্যাডিশন ট্রাডিশন বজায় রেখে গড়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। থিমের ভাবনার স্রোতে গানা ভাসিয়ে এই পুজো কমিটি বাংলার চিরাচরিত সাবেকিয়ানাকেই বজায় রেখেছে।
আর এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার চিরায়ত সম্প্রীতিকে।এখানকার প্রতিমাতেও রয়েছে চিরন্তন ছাপ। সবাই যখন পুজোর দিনগুলিতে মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন ছুটে যান তখন এখানকার মহিলাদের কাছে ফাস্ট প্রায়োরিটি এই দুর্গোৎসব।
আর সেই উৎসবের আমেজ তাদের শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে।পুজার উদ্বোধনে ছিল একেবারেই ঘরোয়া আয়োজন। এলাকার সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা।
Free Access