কলকাতা

গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়, লালবাজারে নিয়ে যাওয়া হলো বিজেপি নেত্রীকে

Arrested Rupa Gangopadhyay, BJP leader was taken to Lalbazar

Truth Of Bengal: বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্না। সকাল হতেই গ্রেফতার করলো পুলিশ। বিজেপি নেত্রী  রূপা গঙ্গোপাধ্যায়কেবাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হল লালবাজারে। সকাল ১০টা নাগাদ বিজেপি নেত্রীকে গ্রেফতার করে পুলিশ।

বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্না। সকাল হতেই গ্রেফতার করলো পুলিশ।বিজেপি নেত্রী  রূপা গঙ্গোপাধ্যায়কেবাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হল লালবাজারে।সকাল ১০টা নাগাদ বিজেপি নেত্রীকে গ্রেফতার করে পুলিশ।

বাঁশদ্রোণীতে পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে ধর্নায় বসেন বিজেপি নেত্রী। বুধবার রাত থেকেই বাঁশদ্রোণী থানায় বসেছিলেন রুপা। রাত পেরিয়ে ভোর হলেও সেই ছবি দেখা যায়। থানা চত্বরে বসে বাঁশদ্রোণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।এরপরেই সকাল ১০ টা নাগাদ গ্রেফতার হন  নেত্রী।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই কাজের জন্য একটি জেসিবি ওই রাস্তায় এসেছিল। বুধবার সকালে নবম শ্রেণির এক ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল। এরপর মাটি কাটার সময় ওই জেসিবিটি হঠাৎ ওই ছাত্রকে ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ছাত্র। গাড়িতে পিষ্ট হয়ে যায় সে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেন তারা।

Related Articles