কলকাতা

দু’দিন রাজধানীতে তৃণমূলের মহাসংগ্রামের প্রস্তুতি, কী কী থাকছে কর্মসূচিতে? জানালেন অভিষেক

ভার্চুয়াল বার্তায় কর্মসূচির পোশাকি নামকরণ হয়েছে ‘ফাইট ফর রাইট’

The Truth of Bengal: একশো দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। বারবার দরবার করা সত্ত্বেও সেই পাওনা টাকা দেওয়া হচ্ছে না বাংলাকে। এছাড়াও আবাস যোজনার টাকাও নানা অজুহাতে দিচ্ছে না কেন্দ্র। এ সবের প্রতিবাদ ও দাবি আদায়ে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে মহাকর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি পালনে পুরোভাগে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রেলের তরফে ট্রেন না মেলার পরেই বাসে করে দিল্লি যাত্রার পরিকল্পনা নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। দুদিনের ঠাসা কর্মসূচি পালনে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস।  দু’দিনের কর্মসূচি কীভাবে পালন করা হবে, তা শনিবার জানিয়ে দিলেন অভিষেক। এদিন দুপুরে ভার্চুয়াল সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বার্তায় কর্মসূচির পোশাকি নামকরণ করা হয়েছে ‘ফাইট ফর রাইট’ নামে। অভিষেক বলেন, “বাংলার মানুষ তাঁদের অধিকার পাবে, আমি কথা দিচ্ছি।” এই দু’দিন দিল্লিতে কী কী কর্মসূচি হবে, আর বাংলাতেই বা কী করবেন নেতারা, তাও স্পষ্ট করেন তিনি।

অভিষেক বার্তা দিয়েছেন, ২ তারিখ ঘণ্টা দু’য়েক শান্তিপূর্ণভাবে রাজঘাটে বসা হবে। রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদরা থাকবেন সেখানে। রাজঘাটে বসার সময় পঞ্চায়েতের প্রধানরা গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন। পারলে একটা মোমবাতি জ্বালাবেন। বিকেলে চাইলে শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলও করা হতে পারে। বাংলার মানুষের প্রতি সমর্থন জানাতে এই মিছিল হবে।

আগামী ৩ তারিখ দিল্লির যন্তর মন্তরে একত্রিত হয়ে একটি সভা করবেন তাঁরা। সকাল ১১টায় হবে এই কর্মসূচি। আর এই কর্মসূচি বাংলার প্রতিটা পঞ্চায়েত এলাকায় সরাসরি দেখানো হবে। পঞ্চায়েত প্রধান বা অঞ্চল সভাপতিরা তার দায়িত্বে থাকবেন। অভিষেক জানান, ৩ তারিখ প্রতিবাদ সভা করা হবে যন্তর মন্তরে।

তিনি আরও জানান, এক লক্ষ মানুষের জমায়েত হতে পারে, তাই চার দিনের জন্য রামলীলা ময়দানে কর্মসূচি পালন করতে চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু তার অনুমোদন দেওয়া হয়নি। যদিও প্রতিবাদ সভা হবে। আগামিদিন এই লড়াইয়ের দিক নির্দেশিকা দিল্লির মাটি থেকেই ঘোষণা করা হবে।

Related Articles