কলকাতা

৭৫ তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ২২ জন পুলিশ কর্তা পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার

22 Police Officers receiving President's Award on Republic Day

The Truth of Bengal: প্রজাতন্ত্র দিবসে এরাজ্যের মোট ২২ জন পুলিশ কর্তা পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। তার মধ্যে রাষ্ট্রপতি বিশিষ্ট সেবা পদক পাচ্ছেন রাজ্যের দু’জন পুলিশ কর্তা। শ্রী অজয় মুকুন্দ রানাডে তিনি এডিজি, অ্যাডমিনিস্ট্রেশন। দ্বিতীয় জন মনোজ কুমার ভার্মা, এডিজি, ইন্টিলিজেন্স ব্রাঞ্চ। এছাড়াও রাষ্ট্রপতি মেধাবী সেবা পদক পাচ্ছেন রাজ্যের ২০ জন পুলিশ কর্মী।

যাঁদের মধ্যে আছেন ১ জন মহিলা পুলিশ কর্মী। সিআইডি আইজিপি রাজেশকুমার যাদব, কোস্টাল সিকিউরিটি আইজিপি মিতেশ জৈন, বিধাননগর পুলিশ কমিশনারেট সিপি গৌরব শর্মা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন্দিরা হালদার পদক পাচ্ছেন। এছাড়াও একাধিক কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর পদের অফিসার পদক পাচ্ছেন।

গত বছর পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি(পিএমজি) অনুযায়ী ১৪০ জন, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)পান ৯৩ জন। প্রথম তালিকায় এ রাজ্য থেকে একজনও না থাকলেও প্রেসিডেন্ট মেডেল পান দু’জন। তাঁদের মধ্যে ছিলেন এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার)এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আছেন।

Related Articles