কলকাতারাজনীতি

জনস্রোত সামলে উতরে গেল পুলিশ

21 July,

The Truth of Bengal: পুজোর জনারণ্য সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে পুলিশের। প্রতিবছর এই গুরু দায়িত্ব সফল ভাবে পালন করে লালবাজার। বছরের অন্য আর একটি দিন। পুজো নয়। তবে সেই পুজোর মতো ভিড় সামাল দিতে হয় পুলিশকে। দিনটি হল ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে জনস্রোত আছড়ে পড়ে গোটা কলকাতায়। আর সেই ভিড় সামাল দেওয়া বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের কাছে। ২১ জুলাই সভার প্রস্তুতিতে যে দিন আসরে নামে তৃণমূল, সেদিন থেকে পরিকল্পনা সাজাতে থাকে কলকাতা পুলিশ। শহরের রাজপথে জনস্রোত সামাল দেওয়া বিরাট গুরুদায়িত্ব। যা প্রতিবছর নির্বিঘ্নে, দায়িত্ব সহকারে পালন করে আসছে লালবাজার। এবারের শ্রাবণধারায় ২১ জুলাইয়ের সভার নিরাপত্তায় সফল ভাবে উতরে গেল পুলিশ। আবারও পার করল কড়া চ্যালেঞ্জ।

ধর্মতলায় সভা হলেও গোটা কলকাতা বা বলা ভাল বৃহত্তর কলকাতায় সজাগ থাকতে হয় কলকাতা পুলিশকে। কারণ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি লম্বা মিছিল আসে ধর্মতলায়। আর সেই মিছিলে থাকে জনস্রোত। রাজপথে সেই জনস্রোত সামলে শহরকে সচল রাখা খুব সহজ কাজ নয়। কলকাতা পুলিশের সবকটি থানার পুলিশকে মাঠে নামতে হয় অনেক আগে থেকেই। সভার নিরাপত্তা যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে বিন্দুমাত্রা ফাঁক রাখেননি লালবাজারের শীর্ষকর্তারা।

সভার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও যান-চলাচল জারি রেখে সভাকে সচল রাখা – মূলত এই তিনটি বিষয়ের ওপরেই জোর দেয় কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল সমর্থককে নির্বিঘ্নে ধর্মতলায় পৌঁছে দেয় পুলিশ। আবার সভা শেষে সেই জনস্রোতকে ফিরে যেতে সাহায্য করে। এ এক কঠিন দায়িত্ব। আর সেই কঠিন দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী সফল ভাবে উতরে গিয়েছে লালবাজার।

Related Articles