
The Truth of Bengal: লর্ডসের মাঠ থেকে আইপিএল, ঘন্টা বাজিয়ে খেলা শুরুর ঐতিহ্য কলকাতাতেও। ক্রিকেটপ্রেমিদের কাছে এক আবেগ এই ফাইভ মিনিট বেল। খেলা শুরুর ঠিক আগেই পাঁচ মিনিট ধরে ঢং ঢং করে ঘন্টা বাজার পর শুরু হয় মাঠের ময়দানের যুদ্ধ। ইতিহাস সাক্ষী যে, মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনির শব্দে। ঠিক যেন সেই ঐতিহ্যকে ধরেই এই প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে। শনিবার ইডেনে সেই দ্বায়িত্ব দেওয়া হয় কেকেআরকে। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে রাখা হয়েছে এই বেল। কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্কার থেকে শুরু করে রাহুল দ্রাবিড় ইডেন এবং অনেকেই বাজিয়েছেন এই বিখ্যাত ইডেন বেল। এবং আজ যুগের পর যুজ ধরে সেই একই ধারায় চলে আসা ঐতিহ্য মেনে মিচল স্টার্ক ইডেন বেল বাজিয়ে আইপিএল’এ কলকাতার ইডেনে প্রথম ম্যাচের সূচনা করলেন।
সূত্রের খবর হিসেবে জানা যায় যে, গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে সিএবি এর প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি নিজে উপস্থিত থেকে কেকেআর এর তরফ থেকে স্টার্ককে ইডেন বেল বাজানোর প্রস্তাব দেন। এবং তার কথামতো ইডেন, লর্ডসের মাঠে আদলে ঘন্টা বেজে শুরু হয় কলকাতা নাইট রাইডার্স বনাম সাইরাইজার্স হায়দ্রাবাদ এর ম্যাচ।
গম্ভীর ইডেনে দলের খেলার জন্য প্রথম থেকেই শুরু করে দিয়েছিলেন পরিকল্পনা। সঙ্গে মিচেল স্টার্ক এর জন্য পিচ পরিবর্তন এর সিদ্ধান্ত নিতেও তাকে দেখা গিয়েছিল। দলের প্লেয়ারদের কোথায় ভুল হচ্ছে তা মাঠে অনুশীলন চলাকালীন প্রতিনিয়ত তাকে দেখা যাচ্ছিল সেগুলি নিয়ে আলোচনা করতে। দলের অধিনায়ক শ্রেয়সকে সঙ্গে নিয়ে অনুশীলনে, ম্যাচের বিষয় নিয়ে যথেষ্ট তৎপর হতেও দেখা যায় সেদিন। শনিবার আইপিএল মরসুমে কলকাতার প্রথম ম্যাচ দেখতে আসছেন কিং খান। ট্রোলারদের মুখে প্রতিবার কেকেআর এর হারের জন্য দায়ী করা হয় বাদশাহ উপস্থিতিকে। তবে এসবের পর ইডেনে শেষ হাসি কে হাসতে চলেছে তাই দেখার।