
The Truth of Bengal: উত্তেজনায় টগবগ করে ফুটছে রাজস্থান।জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালের সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের আইপিএল-২৪ এর খেলা জমে উঠেছে।তার মাঝে অপ্রত্যাশিতভাবে তৈরি হয় বিপত্তি।হঠাত্ স্পাইডার ক্যামের কেবল ছিঁড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়।
কারণ খেলার উত্তেজনায় ছন্দপতন ঘটে যখন সেই স্পাইডারক্যামের তার মাঠের মধ্যে ছিঁড়ে পড়ে। স্পাইডার ক্যাম হল কেবেল সাসপেন্ডেড ক্যামেরা পদ্ধতি।স্পাইডার ক্যামের মাধ্যমে ফিল্ম বা টেলিভিশনের ক্যামেরা সমান্তরাল বা আড়াআড়িভাবে নিয়ে যাওয়া যায়।ফলে ম্যাচের সমস্ত ছবি সম্প্রচার করা বড় সুবিধা হয়।কিন্তু খেলার মাঝে এই কেবল দুর্ঘটনা দর্শকদের মধ্যে আনন্দে ব্যাঘাত ঘটায়।
Breaking🚨
Match stopped in Rajasthan after spidercam cable broke and fell on the ground. #RRvsLSG#IPL2024 pic.twitter.com/FDZkbAGJTl
— Irfan Shakir 🇵🇰 (@iamirfanshakir) March 24, 2024
থমকে যায় উত্তেজনাপূর্ণ খেলা। যদিও এই দুর্ঘটনার সময় সৌভাগ্যক্রমে বেঁচে যান খেলোয়াড়রা।কোনও রকম আঘাত বা ধাক্কা লাগেনি তাঁদের শরীরে।যদিও পরবর্তী সময়ে পুণরায় আইপিএল ম্যাচ শুরু করা হয়।স্পাইডারক্যাম তারের এই ছিঁড়ে পড়ার ঘটনা যাতে আগামীদিনে এড়ানো যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায় ক্রিকেট প্রশাসন।