IPL 2024খেলা

পন্থের লড়াইকে কুর্ণিশ সৌরভের, চেনা ছন্দে ফের মাঠে ঋষভ

Rishabh Panth is back on the field with a familiar rhythm

The Truth of Bengal: মৃত্যু মুখ থেকে ফেরা ঋষভ নামবেন আইপিএলে । ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন । অবশেষে কঠিন লড়াই করে জিতে ফিরেছেন। জয়ী ঋষভ । চেনা ছন্দে ফের মাঠে নামবেন । দিল্লি ক্যাপিটালস এর পাশাপাশি আইপিএল দুনিয়ায় তাকে স্বাগত জানানো হয়েছিল আগেই । এবার তাকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেছেন কৃষক যেভাবে নিজেকে উন্নত করেছে তাতে চমকে গিয়েছে আশা করছি ওর জন্য এটা  একটা ভালো মরসুম হবে।

বোর্ডের তরফ থেকেও ছাড়পত্র পেয়ে গিয়েছেন পন্থ। বোর্ডের তরফ থেকে  আইপিএলে নামার ছাড়পত্র দেওয়ার পাশাপাশি । তার এই দীর্ঘ লড়াইকে কুর্নিশ জানানো হয়েছে । তার  মৃত্যু মুখ থেকে ফেরার যে লড়াই সেই  লড়াই এর কথা বলা হয়েছে । এদিকে দিল্লি ক্যাপিটালসও দীর্ঘ সময় তাঁর অপেক্ষায় রয়েছে । এর আগে  দিল্লি ক্যাপিটালস ঋষভকে অভিনব কায়দায় স্বাগত জানিয়েছিল। তার হাতে দলের জার্সি তুলে দেওয়া হয়েছে ।

সৌরভ আরো বলেছেন রঞ্জি দল বা ভারতীয় দলেও তাকে পাওয়া যাবে বলে তিনি বেশ খুশি আরে সব একজন স্পেশাল প্লেয়ার বলেই এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সৌরভ। এর আগে বোর্ড তাকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চাইনি। ঋষভের যেহেতু দুর্ঘটনা ঘটেছিল তাই  তাকে  পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল ম্যাচ ফিট হ্ওয়ার ।

Related Articles