
The Truth of Bengal: ১৭ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিজেকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আইপিএলে কম বেশি সকলেই আগ্রহ থাকে। তবে এতদিন গ্যালারিতে বসে বিশেষভাবে সক্ষম মানুষদের আইপিএল দেখার তেমন কোন ব্যবস্থা ছিল না।তবে এই বারেবিশেষভাবে সক্ষমদের কথা ভেবে থাকছে বিশেষ ব্যবস্থা।
যাঁদের শ্রবণশক্তি নেই, তাঁদের জন্য থাকছে সাইন ল্যাঙ্গুয়েজ ফিড। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য থাকছে ‘ডেসক্রিপটিভ কমেন্ট্রি’র ব্যবস্থা, যাতে তাঁরা মাঠের সম্পূর্ণ বর্ণনা পান। আইপিএল এর অফিশিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টসের তরফে এই ব্যবস্থার কথা জানানো হয়েছে।
ইন্ডিয়া সাইনিং হ্যান্ডসের সঙ্গে স্টার স্পোর্টস যৌথ উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে।আইএসএইচ-এর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বল বাই বল আপডেট দেওয়া হবে সাইন ল্যাঙ্গুয়েজে।।সঙ্গে থাকবে স্কোরের ‘ভার্বাল আপডেট’। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৭ তম সংস্ককরণ। খেলা হবে চেন্নাইয়ের ঘরের মাঠে।