
The Truth of Bengal: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএল ম্যাচ।উত্তেজনার পারদ চড়ছে।টগবগ করছে ক্রিকেট সমর্থকরা। ২২ তারিখ আইপিএল শুরু হলেও কলকাতায় খেলা হবে ২৩মার্চ। ২৩ মার্চ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ প্যাট কামিন্সের হায়দরাবাদ। শনিবাসরীয় ইডেনে রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারদের দেখার জন্য ইডেন উল্লাসে মেতে উঠবে।
ক্রীড়াপ্রেমীদের আবেগ,অনুভূতি বুঝেই মেট্রো রেল রাতের শহরে যোগাযোগ ঠিক রাখতে এগিয়ে এল।মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার রাতে ইডেন সংলগ্ন এসপ্ল্যানেড থেকে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণা অনুসারে,রাত বারোটার পর খেলা শেষ হওয়ার সময় ২টি মেট্রো চালাবে।একটি এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে আর অন্যটি এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ যাবে।
১২টি ১৫নাগাদ এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে একটি মেট্রো।সব স্টেশনেই দাঁড়াবে।গন্তব্যে পৌঁছাবে ১২টা ৪৮মিনিটে। অন্যটি এসপ্ল্যানেড থেকে ছেড়ে যাবে ১২টা ১৫মিনিটে।কবি সুভাষে গিয়ে পৌঁছাবে ১২টা ৪৮ মিনিটে।সবাই যাতে নিশ্চিন্তে খেলা দেখতে পারে সেজন্য এই বাড়তি ২টি মেট্রো রাতের কলকাতার জন্য রাখা হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।