ইডেনের পিচে বোলিংই চিন্তার কারন কেকেআর-এর
Bowling on the Eden pitch is the cause of concern for KKR

The Truth Of Bengal : শুধুমাত্র আইপিএলই নয় বিশ্বে যত ধরনের টি২০ ক্রিকেট হয় ২৫০+ রান তাড়া করে কেউ জয় পেয়েছিল সেটা বলা সত্যি খুব মুশকিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই এরকম রান চেস আছে। গত বছর অর্থাৎ ২০২৩ এর ২৬শে মার্চ সাউথ আফ্রিকা ওয়েষ্ট ইন্ডিজ এর বিরুদ্ধে খেলে ২৫৯ রান চেস করে ইতিহাস গড়েছিল।
কলকাতা নাইট রাইডার্স’র বোলার’রা ২৬১ রান ডিফেন্ড করতে অক্ষম হয়েছে পঞ্জাবের বিরুদ্ধে। সুনীল নারিন বাদে সব বোলারই একদমই ভালো পারর্ফম করতে পারেননি। অপরদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫৭ রান করেন। তাই বোলিং নিয়ে একটা চিন্তা থাকছে গম্ভীর’দের। শেষ ম্যাচে মিচেল স্টার্কের জায়গায় খেলতে নামা দুশ্মন্ত চামিরা মাত্র ৩ ওভার বল করে ৪৮ রান দেন। হার্ষিত রানা ৪ ওভার বল করে ৬১ রান দেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা অনুকুল রায় মাত্র ২ ওভার বল করে ৩৬ রান দেন। বরুণ চক্রবর্তী ৩ ওভার বল করে ৪৬ রান দেন। দলের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল ২ ওভার বল করে ৩৬ রান দেন। একমাত্র সুনীল নারিন ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন।
ইডেনের পিচে গত ম্যাচে বল যেভাবে এসেছে তাতে যে বলা যায় এটি সম্পূর্ণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। ব্যাটসম্যানরা যে অনেকটা সুবিধা পাবে তা বলাই যায়। এখন দেখার সোমবার দিল্লি এবং কলকাতার বোলার’রা কিভাবে এই ব্যাটিং ফ্রেন্ডলি পিচে বল করেন?