‘ট্রাম্প একজন ফ্যাসিস্ট’! কেন এমন বললেন কমলা?
Trump is a fascist! Why did Kamala say that?

Truth Of Bengal: ট্রাম্প একজন ফ্যাসিস্ট, এমনটি বিশ্বাস করেন কমলা হ্যারিস। মার্কিন মিডিয়া সিএনএনের একটি অনুষ্ঠানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তাঁর এই বিশ্বাসের কথা বলেছেন। কমলা হ্যারিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট?
জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি। বিশেষ করে ট্রাম্প হিটলারের প্রশংসা করেন- এই প্রতিবেদন সামনে আসার পর তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন বলে জানিয়েছেন কমলা হ্যারিস। হ্যারিস বলেছেন, যে মানুষরা ট্রাম্পকে সবচেয়ে ভাল করে জানেন, তাঁদের কথা বিশ্বাস করা উচিত।
ট্রাম্পের আমলের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা, ভাইস প্রেসিডেন্ট-সহ অনেকের কথা উদ্ধৃত করে হ্যারিস বলেছেন, তাঁরা স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প মার্কিন সংবিধান অবমাননার জন্য দায়ী। তাঁরা বলেছেন, ট্রাম্পকে আর প্রেসিডেন্ট করা উচিত নয়। হ্যারিস বলেছেন, আমি বিশ্বাস করি, আমেরিকার নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে ট্রাম্প বিপজ্জনক।