
Truth of Bengal: সাত সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রবিবার কাক ভোরে রাশিয়ার কামচটকা উপকূল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.0। পরপর দেশ কয়েকটা আত্মসকের অনুভূত হয়। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে বড় বড় বিল্ডিং এর ভেতরগুলো মারাত্মকভাবে কাঁপছে এই ভূমিকম্পে। এমনকি রাস্তায় যাবার সময় গাড়ি পর্যন্ত দুলে ওঠে।
বেশ কয়েকটি জায়গায় তাসের ঘরের মতো বাড়ি ঘর তোর হুড়মুড়িয়ে ভেঙে পড় ার ছবি ও সামনে এসেছে। নিজেদের বাড়ির ভেতরের জিনিসপত্র কেঁপে ওঠার মুহূর্ত মানুষজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। যে ভাইরাল হয়েছে। বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে দমকল এবং উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় ঘুরে সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে উদ্ধার করার চেষ্টা জারি রেখেছে।
এমনকি ভয়ংকর অগ্নুৎপাত শুরু হয়েছে । রাশিয়ার পূর্ব উপকূলের কামচটকা প্রদেশে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সেগুলোর একটী ভূমিকম্পের কারণে জেগে উঠেছে। সেই আগ্নেয়গিরি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু হয়েছে। সে কারণে সেখান থেকে কামচটকা প্রদেশের মানুষ আতঙ্কে রয়েছেন। নিরাপদে তাদেরকে সরে যেতেও বলা হয়েছে। জানা গিয়েছে , ভূগর্ভের ৫১ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। ইতিমধ্যে কয়েকটি জায়গায় সুনামির সতর্কতা জারি হয়েছে।