আন্তর্জাতিক

গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত সিদ্ধিরগঞ্জ, চলল ভাঙচুর, গুলি

Siddhirganj heated up by sectarian clashes, vandalism, shootings continue

Truth of Bengal: ঝুট ব্যবসাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বাংলাদেশের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে। বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। চললো গুলি। পুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি মোটরসাইকেল। কমপক্ষে ১২ টি দোকান ভাঙচুর করা হয়েছে বলেও বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ঘটে এই ঘটনা। প্রায় ঘন্টা দুয়েক এই সংঘর্ষ জারি ছিল। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। পরে  যৌথ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ও জেলার সাবেক সহআইন সম্পাদক শাহ আলম মানিকের তিনশোরও বেশি অনুগামী পিস্তল, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের এই সংঘর্ষে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে প্রচুর ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ এবং সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

বিবাদে জড়িয়ে পড়া এক গোষ্ঠীর তরফে বলা হয়, “ব্যবসায়িক বিরোধের জেরে, আওয়ামী লীগ নেতার লোকজন তাদের কর্মীদের উপর হামলা চালায়। হামলায় প্রাক্তন ছাত্রদল নেতা মোহন ও মানিকসহ আরও ৪-৫ জনকে কুপিয়ে আহত করা হয়। তারা মোটরসাইকেল পুড়িয়ে গুলি চালায়।

Related Articles