আন্তর্জাতিক

শিশুদের নিয়ে হজে যাওয়ায় নিষেধাজ্ঞা! ভিসা নিয়মে বদল আনল সৌদি আরব

Saudi Arabia bans Hajj with children! Changes visa rules

Truth Of Bengal: ২০২৫ সালের হজযাত্রীদের জন্য বেশ কিছু নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। এবার থেকে শিশুদের সঙ্গে নিয়ে কেউ হজে অংশ নিতে পারবেন না। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক জানিয়েছে, হজের সময় বিপুল ভিড় হয়, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বছর হজ নীতিতে নতুন একটি বিষয় গুরুত্ব পেয়েছে—যাঁরা প্রথমবার হজে যাচ্ছেন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ইসলামে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুশীলন, তাই সৌদি সরকার চায় প্রথমবারের যাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।

নতুন ভিসা নীতি

এ বছর ১৪টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিয়ম চালু হয়েছে। এখন থেকে এই দেশগুলির নাগরিকরা কেবল সিঙ্গল এন্ট্রি ভিসা পাবেন, মাল্টিপল এন্ট্রি ভিসার অনুমোদন স্থগিত করা হয়েছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, নাইজেরিয়া, সুদান, আলজেরিয়া, ইথিওপিয়া, ইরাক, জর্ডন, মরোক্কো, টিউনিশিয়া এবং ইয়েমেন।

প্রতি বছর হজের সময় অবৈধভাবে প্রবেশ করা যাত্রীদের কারণে ভিড় বেড়ে যায় এবং ব্যবস্থাপনা কঠিন হয়ে ওঠে। নতুন ভিসা নীতির মাধ্যমে সৌদি সরকার এটি নিয়ন্ত্রণ করতে চায়।

নতুন রেজিস্ট্রেশন ও পেমেন্ট পদ্ধতি

হজ নিবন্ধনের জন্য এবার নতুন নিয়ম চালু করা হয়েছে। নুসুক অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে। যাত্রীদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া কিস্তিতে অর্থ পরিশোধের সুবিধাও থাকছে। প্রথমে ২০% টাকা বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে এবং রমজান ও শাওয়াল মাসে আরও ২০% করে পরিশোধ করা যাবে। তবে পুরো অর্থ পরিশোধ না হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে না। হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে সৌদি সরকার প্রতি বছর নিয়মে পরিবর্তন আনে। নতুন নিয়মের ফলে হজযাত্রীরা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles