যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
Republican Party candidate Donald Trump also won in the US state of Arizona

Truth of Bengal: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সব কটিতেই জয়ী হলেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে অনেকটা এগিয়ে গেলেন। শনিবার অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ১১টি ভোট নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের সংগ্রহ দাঁড়াবে ৩১২।
যা পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০ ভোটের থেকে অনেক বেশি। ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে গিয়েছে ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট। অ্যারিজোনা জেতার মাধ্যমে রিপাবলিকানরা তাদের হারানো এই রাজ্য ফিরে পেল। কেননা ২০২০ সালে এ রাজ্য জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের জন্য এটি এ রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজয়।
তিনি ২০১৬ সালের নির্বাচনেও এই রাজ্যে জিতেছিলেন। এর আগে ট্রাম্প সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে ছয়টিতে অর্থাৎ জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে জিতে যান। ২০২০ সালে বাইডেন নর্থ ক্যারোলাইনে বাদে বাকি ছয়টিতে ট্রাম্পকে হারিয়েছিলেন। সে সময় বাইডেন ইলেকটোরাল ভোটের মধ্যে ৩০৬টি পেয়েছিলেন।
আর ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি। আবার ট্রাম্প ২০১৬ সালে যখন জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি ৩০৬টি ভোটই পেয়েছিলেন। এখন পর্যন্ত ট্রাম্প সাত কোটি ৪৬ লক্ষ ভোট বা মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ পেয়েছেন। আর কমলা হ্যারিসে পেয়েছেন সাত কোটি নয় লক্ষ ভোট।