আচমকাই ভেঙে পড়ে ব্রিজের একাংশ, ঘটনায় মৃত ২ আহত ৫
Part of bridge collapses suddenly, 2 dead, 5 injured

Truth Of Bengal : হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। সেই ব্রিজে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে একাধিক ব্যাক্তি, তাদেরকেও উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।
সূত্রের খবর দক্ষিণ কোরিয়ার সিওল থেকে ৮২ কিলোমিটার দক্ষিণে সিওনানে সকাল ৯ টা ৫০ মিনিটে এক্সপ্রেসওয়ের নির্মাণস্থল ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত ২ জন ও আহত ৫ জন। জানা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে। সেই দেশের কর্তৃপক্ষের মতে এখনও ৩ জন মানুষ চাপা পড়ে আছে ওই ধ্বংস স্তূপের মধ্যে। ওই ৩ জনের সন্ধান চালানো হচ্ছে দ্রুত। তিনি আরও জানিয়েছেন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের এক হাসপাতালে।
ইতিমধ্যেই ওই ব্রিজ ভাঙার ছবি প্রকাশ্যে এসেছে। ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে চোখের পলকে ব্রিজের এক অংশ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। সঙ্গে সঙ্গে চতুর্দিক ঢেকে যায় ধোঁয়ায়। আশেপাশে থাকা মানুষজন আতঙ্কে চিৎকার করে ওঠে। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই দেশটির প্রেসিডেন্ট চোই সাং মোক দ্রুত ধ্বংসস্তূপের মধ্যে যারা এখনও রয়েছে তাদের উদ্ধার করার নির্দেশ জারি করেছে।