আন্তর্জাতিক

বিধ্বংসী দাবানলে পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলস, দুর্গতগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন হ্যারি-মেগান

Los Angeles burned by devastating fire, Harry-Meghan stands next to the affected people

 Truth Of Bengal : এক সপ্তাহের ও বেশি সময় ধরে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। এই এক সপ্তাহের মধ্যে জ্বলে গিয়েছে ১২ হাজারের মতো বাড়ি। এই ভয়াবহ দাবানলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৬, ১৩ জনের মানুষ রয়েছে নিখোঁজ। তাঁদেরকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। চোখের সামনে পুড়তে দেখা যাচ্ছে হলিউড তারকাদের চোখ ধাঁধানো প্রাসাদ। একদিকে আগুনের লেলিহান শিকা অন্যদিকে প্রবল বাতাস যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই ধারণা সরকারের। এবার  এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল।

লস অ্যাঞ্জেলস কাউন্টির ৪ টি এলাকায় আগুনে পুড়ে পুরো নিঃস্ব হয়ে যেতে বসেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্যাসিফিক প্যালিসেডস। আগুনে পুড়ে ছাই হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি। বিঘের পর বিঘে শস্য আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পারেনি। প্রায় ১ লক্ষেও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শুধুমাত্র প্যালিসেডস এলাকাতেই পুড়ে গিয়েছে প্রায় ২২ হাজার একর জমি। পুরো প্রদেশ ছেয়ে রয়েছে কালো ধোঁয়ায়। জানা গেছে এখনও পর্যন্ত দমকলবাহিনী ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ৫০০০ এর ও বেশি স্থাপত্য পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছে ৪২৬ টির বেশি বাড়ি। আর এই পরিস্থিতিতে দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছে হ্যারি-মেগান। এই দাবানলের বিধ্বংসী আগুন থেকে যারা রক্ষা পেয়েছেন তাঁদের সঙ্গে দেখা করতে যান এই তারকা দম্পতি। এমনকি ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দম্পতি।

Related Articles