Canada: কানাডায় প্রবাসী ভারতীয়দের উপর খলিস্তানি হানা! উঠল ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান
Khalistani attacks on Indians living in Canada! The slogan 'Go back to India' was raised

Truth Of Bengal: কানাডায় প্রবাসী ভারতীয়দের উপর খলিস্তানিদের হানা। অভিযোগ উঠেছে, খলিস্তানপন্থীরা ছুরি দিয়ে ভারতীয় তেরঙ্গা ফালাফালা করে কেটে দিয়েছে। শুধু তাই নয় তার সাথে ওই উগ্রপন্থীর দল প্রবাসী ভারতীয়দের শাসিয়ে ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগানও দেয়। কিন্তু প্রশ্ন উঠছে এতো নিরাপত্তা ঘেরা থাকা সত্ত্বেও টরেন্টোর শোভাযাত্রার সময় খলিস্তানিরা এমন স্লোগান কীভাবে দিল? সাহস কীভাবে পেল?
১৫ আগস্টের পর রবিবার কানাডায় ইন্ডিয়া ডে প্যারেড পালন করা হয়। প্রবাসী ভারতীয়রা প্রতি বছর সেখানে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন। কানাডায় থাকা প্রবাসী ভারতীয়দের উপর খলিস্তানিদের খারাপ আচরণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইন্ডিয়া ডে প্যারেডেতে বিরাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আয়োজনকারীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, এবছর অনেক বড় তেরঙ্গা ওড়ানো হবে আকাশে। সাথে আয়োজনকারীরা ঠিক করেছিলেন, টরন্টোর সিটি হলে কানাডার নানা প্রান্ত থেকে এসে প্রবাসী ভারতীয়রা একত্রিত হয়ে জমায়েত করবেন।
“GO BACK TO INDIA:” Khalistanis yelled at an India Day gathering at Toronto City Hall while ripping apart the Indian flag with knives.
Their protest to counter the event was billed as the “next face-off” after a confrontation in Surrey, BC, on India’s Independence Day.
Tensions… pic.twitter.com/jaNtXsVMlI
— Mocha Bezirgan 🇨🇦 (@BezirganMocha) August 18, 2024
কিন্তু এত কড়া নিরাপত্তা থাকার পরেও শোভাযাত্রায়র মধ্যে খলিস্তানি উগ্রপন্থীরা ঢুকে পরে। হয়ত তাদের ‘খলিস্তানি শিখ’দের সাথে ‘কানাডার হিন্দু’দের লড়াই বাঁধানোর পরিকল্পনা করেছিল উগ্রপন্থীরা। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হলুদ পতাকা নিয়ে প্রবাসী ভারতীয়দের শোভাযাত্রার সময় খলিস্তানিরা ক্রমাগত স্লোগান তুলছে দেশে ফিরে যাওয়ার। সেখানে এক ব্যক্তিকে ছুরি দিয়ে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দিতে দেখা যায়।