
Truth of Bengal: লেবাননে দু’টি বাড়িতে ইজরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির পার্বত্য অঞ্চলের পৃথক গ্রামের দু’টি বাড়িতে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক বলছে, মধ্য লেবাননের দু’টি বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এই দু’টি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলি বসবাস করছিল। এর মধ্যে জউন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু। এছাড়া বালচমায়ে গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন। মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দু’টি গ্রাম মূলত এমন এলাকায় রয়েছে, যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি নেই।
এদিকে ইজরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লার রকেট হামলায় দুইজন নিহত হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার একদিন পর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইজরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইজরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইজরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বেইরুটের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস, পরিকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইজরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইজরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।