এবার নজরে ইয়েমেন, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল
israel military strikes yemen counter attack

Truth Of Bengal: বিরাম নেই যুদ্ধে! বুধবারই ইজরায়েলে হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বাহিনী। পাল্টা বৃহস্পতিবার ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইজরায়েল।
জানা যায়, ইজরায়েলি হামলায় ইয়েমেনের প্রায় ন জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিসর ছাড়িয়ে এবার কি যুদ্ধের আঁচ আফ্রিকায় পৌঁছতে পারে? এই প্রশ্ন উঠছে।
গত বছরের অক্টোবরে গাজায় ইজরায়েলি হামলা শুরু হয়। এরপর ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেন থেকে লাগাতার হামলা চালাচ্ছে বাণিজ্যিক জাহাজগুলির ওপর। ইজরায়েলেও হালা চালানো হয়েছে। চলতি মাসেও হাইপারসনিক প্যালেস্টাইন-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইজ়রায়েলে হামলা করেছিল তারা।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনা হুথিদের বিরুদ্ধে এর আগে হামলা চালিয়েছিল। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিমগোষ্ঠীর সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের দখলে। ইরানের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজ়বুল্লার থেকেও তারা অস্ত্রসাহায্য পায় বলে পশ্চিমি সংবাদমাধ্যমগুলির দাবি।
উল্লেখ্য, গত অক্টোবরে লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সহ অন্তত কুড়ি জন সদস্যকে নিকেশ করার পর রবিবার ইয়েমেনে হুথিদিদের ডেরায় হামলা চালিয়েছিল ইজরায়েলি যুদ্ধ বিমান৷ ইজরায়েল থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনে সেবার হুথি জঙ্গি গোষ্ঠীর ডেরায় আকাশপথে হামলা চালিয়েছিল কয়েক ডজন ইজরায়েলি যুদ্ধবিমান।