আন্তর্জাতিক

আজ গোটা বাংলাদেশ জুড়ে দেখা দিতে পারে ইন্টারনেট সমস্যা

Internet problems may occur all over Bangladesh today

The Truth of Bengal: আজ গোটা বাংলাদেশ জুড়ে সাবমেরিন কেবলের রক্ষনাবেক্ষনের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। শুক্রবার বিকালে BSCPLC (বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি) তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে (সিমিইউ-৪) রক্ষনাবেক্ষনের কাজ চলবে, সেখানকার সার্কিট বন্ধ রাখা হবে।

এর জন্য অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে পারে। শেষে তারা দুঃখ প্রকাশ করেছে। তবে বাংলাদেশের কুয়াকাটায় যে দ্বিতীয় সাবমেরিন তথা সিমিউই-৫ কেবল রয়েছে সেখানকার সার্কিট গুলো চালু থাকবে। BSCPLC এর থেকে জানা গিয়েছে, বর্তমানে এখন বাংলাদেশে প্রায় ৫,০০০ জিবিপিএস-এর বেশি ব্যান্ডউইথের ব্যবহার হচ্ছে।

আর প্রায় এর অর্ধেক জিবিপিএস (২,৭০০) আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে এখানে আসে যেটা ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহার হয়। আর BSCPLC বাকি জিবিপিএস (২,৪০০) ব্যান্ডউইথ সরবরাহ করে। ২০০৬ সালে প্রথমবার সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ। ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। এখানে প্রায় ৮০০ gbps ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। আর বাংলাদেশের পটুয়াখালী এলাকায় যে দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেম রয়েছে সেখানে ১,৬০০ GBPS ব্যান্ডউইথ সরবরাহ করা হয়।

Related Articles