আন্তর্জাতিক
Trending

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উড়ল ভারতের পতাকা! অগ্নিগর্ভ পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে

The Truth of Bengal : পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে চলছিল চরম বিক্ষোভ। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ পাক অধিকৃত অংশ গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের ভুগতে হচ্ছে নানা সমস্যায়। সেই সমস্যার মধ্যে রয়েছে খাবারের সমস্যা, জলের সমস্যা, এমনকি আটা , ডাল কোন কিছুই তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এই অঞ্চলে বিদ্যুতের জোগানও মিলছে না বলে দাবি বাল্টিস্তানের বাসিন্দাদাদের। এইদিকে সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বাজারের মূল্যবৃদ্ধি। তাহলে এই দিন আনা দিন খাওয়া মানুষ গুলো যাবে কোথায়? এই সমস্ত সমস্যার সুরাহ পেতে বিক্ষোভে ফেটে পরে পাক অধিকৃত কাশ্মীর বাসিন্দারা। পাক সরকারের কাছে বিক্ষোভের খবর আসতেই আন্দোলন ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ওই অঞ্চলে।

এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারকে বিক্ষোভ কারীদের সঙ্গে জোরজুলুম করতে নিষেধ করে দুই পাক সংস্থা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ও ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বিক্ষোভ বানচাল করতে সেখানে পৌঁছয় নিরাপত্তার বিশাল বাহিনী। সেই সময় ক্ষুব্ধ জনতা নিরাপত্তারক্ষীর দিকে ঢিল ছুড়তেই দুই পক্ষের মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ধস্তাধস্তিও চলে আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে। উত্তপ্ত আবহের মধ্যেই পাক নিরাপত্তারক্ষী প্রায় ৭০ জন আন্দোলনকারীকে হাতে কড়া পরিয়ে নিয়ে যায়। যে কারণে সরকারের উপর বেজায় ক্ষুব্ধ আম জনতা থেকে শুরু করে পাক ওই দুই কমিটি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের সেভ শারদা সংস্থাও। এবং পাশাপাশি আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এই ভারতীয় সংস্থা। শান্তিপূর্ণ আন্দোলনের পরও পাক সরকার থেকে এই রূপ আচরণ রীতিমত ঘৃণার কারণ। এই ঘটনায় পাক সরকারের প্রতি নিন্দার ঝড় উঠেছে পুরো পাকিস্তান জুড়ে।