আন্তর্জাতিক

হাড়হিম করা ঘটনা বালুচিস্তানে! আততায়ীদের গুলিতে প্রাণ গেলো ২৩ জনের

Horrific incident in Balochistan! 23 people died in the shooting of the assailants

Truth Of Bengal: ভয়াবহ সন্ত্রাসী হামলা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। পাকিস্তানের অশান্ত বালুচিস্তানে সোমবার একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারী কিছু অজ্ঞাত পরিচয় আততায়ী। ঘটনায় নিহত অন্তত ২৩ জন যাত্রী।

বেলুচিস্তানের মুসাখেল জেলার ঘটনা। জানা যায়, আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। বাস থেকে ২৩ জন যাত্রীকে নামিয়ে নিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করে। এরপরই যাত্রীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।  নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

মুসাখেলের সহকারী কমিশনার নজীব কাকারের তরফ থেকে জানানো হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা প্রথমে মুসাখেলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে। সশস্ত্র লোকজন ১০টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি করে হত্যা করে ২৩ জন যাত্রীকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, তিনি সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন,” সন্ত্রাসী ও তাদের সহযোগীদের ছাড় দেওয়া হবে না। বেলুচিস্তান সরকার দোষীদের শাস্তি অব্যাহত রাখবে”।

ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও সন্ত্রাসীদের বর্বরতার তীব্র নিন্দা করেছেন। পিএমএল-এন-এর টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন যে, “সন্ত্রাসীরা মুসাখেলের কাছে নিরীহ যাত্রীদের লক্ষ্য করে নিষ্ঠুরতা দেখিয়েছে। সন্ত্রাসী ও তাদের সাহায্যকারীরা পালাতে পারবে না”।

উল্লেখ্য, আজ থেকে চার মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল নোশাকিতে। এপ্রিলে নোশকির কাছে নয়জন যাত্রীকে একটি বাস থেকে নামিয়ে তাদের পরিচয়পত্র দেখে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। আবারও এধরনের ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়।

Related Articles