ইউক্রেনীয় স্নাইপারের বিশ্বরেকর্ড! ৪ কিমি দূরত্বের রুশ সেনাকে খতম
Eliminate the Russian army at a distance of 4 km

The Truth of Bengal: রাশিয়ান সেনাকে নিকেশ করে বিশ্বরেকর্ড গড়েছে ইউক্রেনীয় এক স্নাইপার। সবথেকে বেশি দূরত্বে থেকে নিকেশ করায় রেকর্ড গড়েছে। এক গুলিতেই প্রায় ৪ কিলেমিটার দূরত্বে থাকা রুশ সেনাকে খতম করেছে ইউক্রেনীয় ফৌজের এক স্নাইপার। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন দাবি করেছে, এই কৃতিত্ব তাদের। যা পূর্বের রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বলে দাবি করা হয়েছে।রাশিয়ান জওয়ানকে নিকেশ করে বিশ্বরেকর্ড গড়েছে ইউক্রেনীয় এক স্নাইপার। এক গুলিতেই প্রায় ৪ কিলেমিটার দূরত্বে থাকা রুশ সেনাকে খতম করেছে ইউক্রেনীয় ফৌজের এক স্নাইপার। দাবি করা হচ্ছে, দূরত্বের নিরিখে এটা বিশ্বরেকর্ড।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন দাবি করেছে, এই কৃতিত্ব তাদের। এর আগে ২৬০ মিটারের যে ব্যবধান ছিল সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন এসবিইউ-এর এক স্নাইপার। যদি এই দাবি সত্যি হয় তবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপাররা অনেক দূর থেকেই কীভাবে শত্রুকে ঘায়েল করতে পারে সেটাই স্পষ্ট হল। এর আগে ২০১৭ সালে ইরাকে কানাডার এক বিশেষ বাহিনী স্নাইপার শটের রেকর্ড তৈরি করেছিল। প্রায় সাড়ে ৩.৫৪ কিলোমিটার দূরের নিশানা ভেদ করেছিলেন ওই স্নাইপার।
এবার কিয়েভের স্নাইপারের ছোঁড়া গুলি প্রায় ৪ কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করেছে। এসবিইউ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি রাইফেলেই বাজিমাত করেছেন ওই শার্পশুটার। রাইফেলটির নাম ‘দ্য লর্ড অফ দ্য হরাইজন’। এদিকে, ইউক্রেনীয় স্নাইপারের ‘কীর্তি’র এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে অবিশ্বাস্য দূরত্ব থেকে ওই জওয়ান তাঁর লক্ষ্যে আঘাত হেনেছেন। যা সর্বকালের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে আবারও বিশ্ব ইতিহাসে সবথেকে বেশি দূরত্ব থেকে নিকেশ করার তালিকায় নাম লেখাল ইউক্রেনের এই স্নাইপার।