আন্তর্জাতিক

নিউ ইয়র্কস টাইমসের সামনে বিক্ষোভ, ক্ষোভে ফেটে পড়ল প্যালেস্টাইন পন্থী

The New York Times

The Truth of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা দ্যা নিউ ইয়র্কস টাইমসের অফিসের সামনে বিক্ষোভ প্যালেস্টাইনের আন্দোলনকারীদের । সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকা কয়েকশো সংবাদকর্মী সন্ধ্যায় নিউ ইয়র্কস টাইমসের প্রধান কার্যালয়ের সামনে এসে অবরোধ করে। রাইটার্স ব্লক নামে বিক্ষোভকারীদের একটি দল দ্যা নিউ ইয়র্কস টাইমসের নাম পরিবর্তন করে । তারা এক সুরে ডাকতে শুরু করে দ্যা নিউ ইয়র্কস ক্রাইমস বলে। প্ল্যাকার্ড হাতে দলে দলে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি এই সংবাদ সংস্থাকে সকলের সামনে বলতে হবে তারা গাজায় যুদ্ধ বিরতি চায়।

ইজরায়েল ও হামাস যুদ্ধ চলছে প্রায় ১ মাসেও বেশি সময় ধরে। এই যুদ্ধে মার্কিন প্রদেশের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্যা নিউ ইয়র্কস টাইমস ইজরায়েলের পক্ষ সমর্থন করায় বিক্ষভকারিদের এইরূপ প্রতিবাদ। গাজার নিহতদের নাম নিয়ে জোড়ে জোড়ে চিৎকার করে আন্দোলনকারীরা। নিহতদের মধ্যে রয়েছে ৩৬ জন সাংবাদিকও। প্রত্যেক বিক্ষোভকারীদের হাতে ছিল প্যালেস্টাইনের পতাকা। একত্রিত হয়ে ইজরায়েলের প্রতি প্রতিবাদ দেখাতে শ্লোগান দিতে থাকে তারা।

এই আন্দলনের জেরে মিড টাউন ম্যানহাটনের মার্কিন সংবাদ সংস্থার বাইরে রীতিমত শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ইজরায়েল ও হামাস যুদ্ধ এখনও চলছে। আমেরিকার তরফে জানানো হয়েছে প্রতিদিন ৪ ঘণ্টা যুদ্ধ বিরতির কথা জানিয়েছে মার্কিন সরকার। যাতে গাজার সাধারণ জনগণ উত্তর গাজা থেকে সরে দক্ষিণ গাজায় যেতে পারে। তবে এই প্রস্তাব মানতে নারাজ নেতানিয়াহু সরকার।

Free Access

Related Articles