রাশিয়ার কনসার্ট হামলায় মৃত বেড়ে ১৫০, গ্রেফতার ১১জন বন্দুকবাজ
Death toll in Moscow concert terror attack rises to 150

The Truth of Bengal: মস্কোর কনসার্টে সন্ত্রাসবাদী হামলায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৫০। একটি কনসার্ট চলাকালীন ছদ্মবেশে কিছু আততায়ী ঢুকে গুলি চালাতে শুরু করে।ক্রোকাস সিটি হলে ঢুকে সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশের শাখা সংগঠন এই আক্রমণের পিছনে রয়েছে বলে রাশিয়ার নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন। ১৫ থেকে ২০ মিনিট ধরে আততায়ীরা টানা হামলা চালায়। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএসআইএস জঙ্গি। টেলিগ্রাম অ্যাপে বার্তা দিয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠন।
WARNING: GRAPHIC CONTENT
At least 40 people were killed and 145 wounded, according to Russia’s FSB security service, when camouflage-clad gunmen fired with automatic weapons on concertgoers near Moscow in one of the deadliest attacks on Russia in decades https://t.co/jGKzoxYdMu pic.twitter.com/illQM3goF9
— Reuters (@Reuters) March 23, 2024
জানাগিয়েছে শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। হলটিতে প্রায় ছ’হাজার মানুষের বসার বন্দোবস্ত রয়েছে। কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। খসে পড়ে হলের ছাদ। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়েন পাঁচ জন বন্দুকবাজ। দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তাঁরা। জানাগিয়েছে, বিস্ফোরণের পরে পরেই কনসার্ট হলে উপস্থিত দর্শকদের অনেকেই বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তবে বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ায় অনেকে ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।এই প্রাণঘাতী হামলার নিন্দা বিশ্বজুড়ে
Russian media is reporting that three gunmen opened fire at the Crocus City Hall concert hall in Moscow’s suburbs. The building is on fire. https://t.co/OcStNCVfSDhttps://t.co/IKZKSbOlA1https://t.co/73nkLLh7dChttps://t.co/zPlDbWu06ghttps://t.co/jXBfLeXaI6 pic.twitter.com/li4RLNtypT
— Rob Lee (@RALee85) March 22, 2024
প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত চলা সেই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। রাশিয়ার আপৎকালীন মন্ত্রক জানিয়েছে, হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় যে গানের ব্যান্ডটির অনুষ্ঠান চলছিল তার সকল সদস্যকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মস্কোর হামলার ঘটনায় টাস্কফোর্স গঠন করে তদন্ত শুরু করেছে সে দেশের পুলিশ। শনিবার মস্কোতে আইএস জঙ্গিগোষ্ঠীর হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরে পরেই সেই হামলার দায় স্বীকার করেছে আইএস।
Videos of the building on fire. There are videos showing the gunmen shooting people at close ranges, which I won’t share. It appears there are at least 4 gunmen. 2/https://t.co/kTCzEgR0pWhttps://t.co/HYZMRqTIPEhttps://t.co/VIKL7JDDSKhttps://t.co/AWjk1YIY9F pic.twitter.com/uTn5hVWGdZ
— Rob Lee (@RALee85) March 22, 2024
ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে ভারত।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,চিনের প্রেসিডেন্ট শি জিনপিং,ফ্রান্সের রাষ্ট্রপতি, ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চান্সেলর ওলাফ স্কোলজ,ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড কেমোরন,রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুটেরেস।এছাড়াও সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে ইজরায়েলও প্যালেস্টাইনের কর্তারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যাডেলে লিখেছেন… আমরা তীব্রভাবে মস্কোয় এই নারকীয় হামলার নিন্দা করছি।ভারত স্বজনহারা মানুষদের পাশে রয়েছে।আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছি। এই দুঃখের মুহুর্তে নয়াদিল্লি রাশিয়ার আক্রান্ত মানুষদের জন্য সবরকম ভাবে সাহায্য করতে তৈরি আছে।