নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগবের মৃত্যু,
Death of Namibian President Hague Gainsbourg

The Truth OF Bengal: নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব মারা গেছেন। রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা গেইনগবের মৃত্যুর খবর জানান।
দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব মারা গেছেন। তিনি রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে হেগ গেইনগবের মৃত্যু হয়েছে।
এমবুম্বা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট গেইনগবের মৃত্যুর সময় স্ত্রী মনিকা গেইনগোস ও সন্তানেরা তাঁর পাশে ছিলেন। ৮২ বছর বয়সী নেতা গেইনগব ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত মাসে জনসাধারণের কাছে তিনি তাঁর রোগের কথা জানান। প্রেসিডেন্ট কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছিল, গেইনগব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন ও ২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। ২০১৫ সালে দ্বিতীয় ও চূড়ান্ত মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গেইনগব। গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। ২০১৪ সালে প্রোস্টেট ক্যানসার থেকে সেরে উঠেন। নামিবিয়ায় আগামী নভেম্বরে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হওয়ার কথা। ১৯৯০ সাল থেকে ক্ষমতায় থাকা সোয়াপো দল তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নান্দি-এনদাইতওয়াহকে বেছে নিয়েছে। তিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জিতলে তিনি হবেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট।
Free Access