আন্তর্জাতিক

রাতের অন্ধকারে পাক সেনার কনভয়ে বিএলএর রকেট হামলা

উল্লেখ্য, বালোচ বিদ্রোহীরা পাক সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলার পাশাপাশি পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি তুলেছেন এবং নেমেছেন সশস্ত্র অভিযানে।

Truth Of Bengal: আবারও ভয়াবহ হামলা বালোচ লিবারেশন আর্মির (বিএলএ)। শনিবার ভোররাতে কালাতে তারা হামলা করল সেনার কনভয়ে, যাতে প্রাণ হারান ৯ জন পাক সেনা। তাঁদের মধ্যে দুজন ছিলেন এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপের কম্যান্ডো। ঘটনাকে ঘিরে সেই এলাকায় হইচই পড়লেও এখনও পর্যন্ত ইসলামাবাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, যখন কালাতের হাইওয়ের উপর দিয়ে পাক সেনার কনভয় যাচ্ছিল, তখন বালোচ বিদ্রোহীদের তরফ থেকে রকেট-প্রপেলড গ্রেনেড ও এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। পাক সেনারাও পাল্টা হামলা করেন। প্রায় ৫০ মিনিট ধরে যুদ্ধ চলে এবং তাতে মৃত্যু হয় ৯ জন পাক সেনার। অন্যদিকে, বিএলএর কারোর মৃত্যু হয়েছে কিনা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সেনার দুটি যানের বড়সড় ক্ষতি হয়েছে বলে খবর। এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত, কয়েকমাস আগে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বিএলএ। ট্রেনে থাকা ৪০০ জন যাত্রীদের মধ্যে হত্যা করা হয়েছিল ২৪১ জনকে। যদিও সেই দাবি পুরোপুরি উড়িয়ে দেয় পাক প্রশাসন এবং সকল অপহৃতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিল।

উল্লেখ্য, বালোচ বিদ্রোহীরা পাক সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলার পাশাপাশি পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি তুলেছেন এবং নেমেছেন সশস্ত্র অভিযানে। তাঁদের টার্গেটে পাক সেনা থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলি। প্রশাসন বেশ হিমশিম খাচ্ছে তাদের নিয়ন্ত্রণে আনতে। বলা ভাল, তারা বর্তমানে বেশ চাপে রয়েছে এই বিষয়টি নিয়ে। এবার দেখার যে কীভাবে তারা এই পরিস্থিতি সামাল দেয়।