আন্তর্জাতিক
Trending

পাত্রী দেখে এসে ওপার বাংলার আব্দুল জানতে পারেন তাঁর ছেলে আর বেঁচে নেই!

After seeing the bride, Abdul from the other side of Bengal found out that his son was no longer alive!

The Truth Of Bengal: শুক্রবার দিন বাংলাদেশের হিংসাত্মক আন্দোলনের মাঝে পড়ে নিহত হলেন মীরপুরের সাতাশ বছরের হাসিব ইকবাল, এমনটাই জানিয়েছে বাংলাদেশ সংবাদ মাধ্যম। নিহত ব্যক্তিটি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। আন্দোলনের সাথে ওই ব্যক্তির সরাসরি কোনও যোগাযোগ ছিল না।শুক্রবারও নিহতের বাবা আব্দুল রাজ্জাক ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন, বাড়িতে ফিরে এসে জানতে পারেন তাঁর ছেলে আর এ পৃথিবীতে নেই।

বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ওই নিহত যুবকের বাবা জানিয়েছেন, শুক্রবার দিন ছেলের সাথে তাঁরও নমাজে যাওয়ার কথা ছিল, কিন্তু তাঁর দেরি দেখে হাসিব আগেই চলে গিয়েছিল। তারপরে সময় করে নামাজে যান তিনি কিন্তু সেখানে তাঁর ছেলের সাথে আর দেখা হয়নি। ছেলের জন্য তাঁর পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল তাই আর ছেলের জন্য অপেক্ষ্যা না করে পাত্রী দেখতে বেরিয়ে যান আব্দুল।ওদেশের সংবাদ সুত্রে খবর, সেদিন আর আব্দুলের ছেলে বাড়ি ফেরেনি। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করার পর ধীরে ধীরে দুশ্চিন্তার সমুদ্রে ডুবতে শুরু করে পরিবারের লোকজন। আব্দুল পাত্রী দেখে বাড়ি ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে বিকেল নেমে যায়, কিন্তু তখনও বাড়ি ফেরেনি ছেলে হাসিব।

বাইরের পরিস্থিতি তখন আন্দোলনের জেরে উতপ্ত। তারপর সম্ভাব্য সমস্ত জায়গায় তাঁরা খোঁজ নিতে শুরু করে। এমন দুশ্চিন্তার মাঝে দুশ্চিন্তাকে বাস্তবতা দেখিয়ে আব্দুলের কাছে এক ফোন আসে সন্ধ্যায়, সেই ফোনে তিনি জানতে পারেন তাঁর ছেলে আর এ পৃথিবীতে নেই। বাংলাদেশ সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায় যে, হাসিবের মৃত্যু সম্ভবত দুপুরেই হয়েছিল। তারপর পুলিশ তাঁর দেহ শনাক্ত করতে না পেরে বেওয়ারিশ লাশ সমাধিস্থ করার দাতব্য সংগঠন ‘আঞ্জুমানে মফিদুল ইসলামে’ পাঠিয়ে দেয়। পরে সেখানে তাদের এলাকার কিছু মানুষ হাসিবের দেহ চিনতে পেরে হাসিবের বাড়িতে ফোন করে পুরো বিষয়টি জানান।

Related Articles