
The Truth of Bengal: আফ্রিকার বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ মালিতে সোনার খনিতে ধস। ধসে মৃত ৭৩ জন। মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে দুর্ঘটনাটি ঘটে। ধসের ঘটনাটি গত শুক্রবার ঘটলেও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রত্যক্ষদর্শী ওমর সিদিবে সংবাদমাধ্যমে জানান, প্রথমে প্রচন্ড জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানাগিয়েছে। তল্লাশি অভিযান শেষ হয়েছে। এখনও পর্যন্ত ৭৩ জন মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানায়। তবে ওই বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।
এদিকে মালির সরকার ‘শোকগ্রস্ত পরিবার ও মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছে। এছাড়া খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে ও শুধুমাত্র সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতেও বলেছে সরকার।