কক্সবাজার ও রাঙামাটিতে মৃত্যু ৫ জনের, নেপথ্যে ভয়াবহ বজ্রপাত
5 people died in Cox's Bazar and Rangamati, terrible lightning in the background

The Truth Of Bengal : ভয়াবহ বজ্রপাতের জেরে কক্সবাজারে এবং রাঙামাটির তিন উপজেলায় মৃত্যু হল ৫ জনের। বৃহষ্পতিবার সকালে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে মৃত্যু হয়েছে ওই পাঁচজনের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্ণটিলা সিলেটি পাড়ার বছর ৫০-এর মো. নজির নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
অপরদিকে, ঠিক একই সময়ে, বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম গ্রামে মুসলিম ব্লকের মো. বাহাজান বেগম (৫৫) বজ্রপাতে নিহত হন। ওই গ্রামে বজ্রপাতে আরও ৭ জন আহত হন। এ ছাড়া সাজেক ইউনিয়নে লংতিয়ান পাড়ায় টনিবালা ত্রিপুরা (৩৭) নামের এক নারীও একই সময়ে বজ্রপাতে মারা যান।
পাশাপাশি, কক্সবাজারের নিহতরা হলেন- রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরফাতুর রহমান (২০) ও মগনামা ইউনিয়নের কুদাইল্যাদিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩৯)। উল্লেখ্য, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সকলকে দুর্ঘটনা এড়ানোর জন্য বাড়িতে থাকারই পরামর্শ দিচ্ছে প্রশাসন।