আন্তর্জাতিক

নিউ ইয়র্কে স্টেশনে চলল গুলি মৃত ১, আহত ৫

1 dead, 5 injured in shooting at New York station

The Truth Of Bengal: আমেরিকার নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে চলল গুলি। ঘটনায় আহত পাঁচ এবং মৃত এক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।

সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেলে নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি ট্রেন প্ল্যাটফর্মে আসতেই হঠাৎ দুটি দলের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীকালে তা তুমুল গন্ডগোলে পরিনত হয়। এরপর কয়েক রাউন্ড গুলি চললে ছয়জন আহত হন।

স্থানীয়দের সহযোগীতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ৩৪ বছরের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নিউ ইয়র্ক শহরের পুলিশ সূত্রে খবর, ট্রেনে দুটি দলের মধ্যে বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। ঘটনায় কারা জড়িত আছেন তাদের তদন্ত শুরু করেছে পুলিশ।

Free Access

Related Articles