দেশ

ভারতের নেতৃত্বই সর্ব শ্রেষ্ঠ, বলছে জাপান  

World Needs Indian Leadership": Japan CEO After Moving To Bengaluru

The Truth of Bengal: প্রযুক্তিতে ভারত ক্রমশ এগিয়ে চলেছে।উন্নত প্রযুক্তি করায়ত্ত করে বিশ্বের তাবড় দেশগুলোকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে।এবার ভারত সফরে এসে এদেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন টেক জাপানের প্রতিষ্ঠাতা নাওতাকা নিশিয়ামা।  লিঙ্কডিন পোস্টে তাঁর  সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নাওতাকা নিশায়ামা বলেছেন,জীবনের অধ্যায়ে নতুন সংযোজন ঘটিয়েছে বেঙ্গালুরু।একইসঙ্গে টেক জাপানের সিইও মনে করেন, ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশ তিনি কম দেখেছেন।তিনি চান ভারত বিশ্বে নেতৃত্ব দিক। এত ধর্ম,ভাষা,সংস্কৃতি,মূল্যবোধকে এক সূত্রে গেঁথে রাখার জন্য ভারতকে কৃতিত্বও দিয়েছেন তিনি। এই বিশাল সম্পদ আর বৈচিত্র্যের অধিকারী ভারত বিশ্বে নেতৃত্বদানের কথা চিন্তাই করতে পারে।যদিও এখন নির্বাচনের সময় চলছে। ভারতের সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য যৌথ প্রচেষ্টা গ্রহণ করা জরুরি বলেও নাওতাকা  নিশিয়ামা মনে করেন।

ভারতের সঙ্গে অন্যান্য দেশের তুলনা টানতে গিয়ে নিশিয়ামার বক্তব্য,যেখানে সমাজতান্ত্রিক দেশ রয়েছে বা সামরিক সরকার রয়েছে তার থেকে এদেশের আলাদা ব্যবস্থা রয়েছে।সেই ব্যবস্থা অনুযায়ী, ওপর থেকে সবকিছু চাপিয়ে দেওয়া হয়।কিন্তু ভারতে যৌথ নেতৃত্বও যুগ্মভাবে পরিকল্পনা রূপায়ণের সুযোগ রয়েছে।বর্তমানের   অস্থিরও অনিশ্চিত সমাজব্যবস্থার মাঝে এই সমন্বিত চিন্তাধারা অবশ্যই আশার আলো জাগায় বলেও তাঁর অভিমত। কারণ ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়ার ধারণা যে দেশে আছে সেখানে চিন্তার বিকাশ থমকে থাকে।

অন্ধ কিছু ভাবনা সমাজও শিল্প নির্মাণের চালিকাশক্তিকে রুদ্ধ করতে পারে।পরিচালন ব্যবস্থার মাণোন্নয়নের সুযোগ  সেখানে দেখা যায়  না বলেও স্পষ্ট করেছেন নাওতাকা নিশিয়ামা। এখানেই শেষ নয়,ভারতীয় সংস্কৃতি ও সৃষ্টিশীলতার ধারা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তিনি।তাঁর চিন্তাধারার কথা  উল্লেখ করে লিখেছেন, “অনেক জাপানি ও  বিদেশী ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করার গুরুত্ব বোঝেন, কিন্তু তাঁরা আসলে ভারতে থাকেন না। তাই সিদ্ধান্ত নিয়েছি যে, প্রতিষ্ঠাতা সিইও হিসেবে   অন্য কাউকে পাঠানোর পরিবর্তে আসলে ভারতে বসবাস করার কথা ভাবছি।  জাপানে ম্যানেজমেন্ট কর্মীদের চিন্তাধারাকে বদ্ধ করে রাখে।কিন্তু ভারতে মুক্ত চিন্তার প্রবাহ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Related Articles