দেশ

সন্ত্রাস দমন অভিযানে বীরের মৃত্যু সেনাকুকুর ফ্যান্টমের

Veer's death in counter-terrorism operation is the phantom of the army dog

Truth Of Bengal: মাত্র চার বছর বয়েসেই বীরের মৃত্যু বরণ করল ফ্যান্টম। এর আগেও একাধিক জঙ্গি দমন অভিযানেও এই সেনা সারমেয়র সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছিল। এবার আর শেষরক্ষা হল না। সেনাবাহিনীর কাছে ফ্যান্টমের পরিচিতি ছিল সাহস ও আনুগত্যের জন্য। বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির এই পুরুষ কুকুর সোমবার নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মুর খুর এলাকায় সৈন্য ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের সময় সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছে।

জানা গিয়েছে, সোমবার জঙ্গিদমন অভিযানে জম্মু-কাশ্মীরের আখনুরে গিয়েছিল সেনার ১৬ কোর। ফ্যান্টম ছিল সেই দলে। এর আগেও বিভিন্ন জঙ্গিদমন অভিযানের শরিক হয়েছিল সেনার এই কুকুর। জঙ্গিদমন অভিযানের জন্য ফ্যান্টমকে বিশেষভাবে প্রশিক্ষিতও করা হয়েছিল। এই কোর হোয়াইট নাইট কোর হিসাবে পরিচিত। ফ্যান্টমের মৃত্যু নিয়ে শোকবার্তা তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে হোয়াইট নাইট কোর। সেখানে লেখা হয়েছে, আমরা আমাদের সত্যিকারের নায়কের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট করি-একজন বীর ভারতীয় সেনা কুকুর, ফ্যান্টম। তার সাহস, আনুগত্য এবং উত্সর্গ কখনই ভুলে যাব না।

সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের ঘিরে ফেলেছিল ১৬ কোর বাহিনী। গুলি ছুড়তে ছুড়তে যখন তারা জঙ্গিদের এগোচ্ছিল, সেই অভিযানের একেবারে সামনের সারিতে ছিল ফ্যান্টম। আচমকাই জঙ্গিদের একটি গুলি ফ্যান্টমের শরীর ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফ্যান্টমের। জানা গিয়েছে গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলে ফ্যান্টমের শরীর।

ফ্যান্টমের জন্ম ২০২০ সালের ২৫ মে। সেনাবাহিনীর কে ৯ ইউনিটের হয়েও কাজ করেছে ফ্যান্টম। সেখানে অ্যাসল্ট ডগ হিসাবেই তাকে মনোনীত করা হয়। তার পর জঙ্গিদমন অভিযানের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়। সোমবার আখনুরের সুন্দরবান্দি সেক্টরে সেনাগাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। তার পরই অভিযানে নামে সেনা। তাদের গুলিতে এক জঙ্গি নিহত হয়। বাকি জঙ্গিদের খোঁজে মঙ্গলবারও তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। সূত্রের খবর, সোমবার থেকে শুরু হওয়া সেই অভিযানে এখনও পর্যন্ত তিন জঙ্গি নিহত হয়েছে।

Related Articles