দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই খুদে পড়ুয়ার মৃত্যু, প্রকাশ্যে হাড়হিম করা CCTV ফুটেজ
CCTV footage of accident on Delhi-Meerut Expressway released

The Truth of Bengal: সামনে এল ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ডাম্পারের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছিল গাড়ির চালক সহ দুই নাবালক ছাত্রের। সেই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার একধারে দাঁড়িয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে গাড়িটি। তীব্র গতিতে আসা গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। শনিবার গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক টাউনশিপের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে এই দুর্ঘটনা ঘটে।
আমরোহা জেলার বেশ কয়েকজন পড়ুয়া জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস সিক্সের একটি প্রবেশিকা পরীক্ষার জন্য যাচ্ছিল। তখন তাদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ দুই খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত হয়। গাড়িতে থাকা অন্য পড়ুয়ারা মারাত্মম জখম হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
मेरठ–दिल्ली एक्सप्रेस वे पर रोड एक्सीडेंट। डंपर मुख्य लेन पर रुका हुआ खड़ा था। पीछे से आर्टिगा कार घुस गई। कार सवार ड्राइवर और 2 बच्चों की मौत हो गई। ये बच्चे जामिया मिल्लिया इस्लामिया विश्वविद्यालय दिल्ली का एंट्रेंस एग्जाम देने जा रहे थे। #Ghaziabad #Up pic.twitter.com/sKiotyaNyM
— Sachin Gupta (@SachinGuptaUP) March 31, 2024
সেই দুর্ঘটনার একটি সিসিটিভি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে কী ভাবে দুর্ঘটনাটি ঘটে। এই ছবি দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। কেন ডাম্পারটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, একটি কোচিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ উসমানের অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়েছে। ডাম্পার চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লির দিকে এগিয়ে যাওয়া ডাম্পার ট্রাকটি সকালে ক্রসিং রিপাবলিকের কাছে দাঁড়িয়ে পড়েছিল। যান্ত্রিক ত্রুটির জন্য ডাম্পারটি সেখানে দাঁড়িয়ে পড়ে। সেই সময় প্রায় ৯০ কিমি গতিতে আসা গাড়িটি ধাক্কা মারে ওই ডাম্পারে। গাড়িটি একেবারে তালগোল পাকিয়ে যায়। সেই দুর্ঘটনার সিসিটিভি এবার প্রকাশ্যে এল।