আন্তর্জাতিকদেশ
Trending

রাম মন্দির উদ্বোধনে দু ঘণ্টার ছুটি মরিশাসে, সকলকে অনুষ্ঠান দেখার সুযোগ, অভিনব উদ্যোগ মরিশাস সরকারের…

Two hours holiday in Mauritius for the inauguration of the Ram temple,a novel initiative by the Mauritius government...

The Truth Of Bengal: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। যা নিয়ে দেশ বিদেশের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এবার মরিশাস সরকারের এক অভিনভ সিদ্ধান্ত। মন্দির উদ্বোধনের দিন মরিশাসে দেওয়া হবে বিশেষ দু ঘণ্টার ছুটি। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান যাতে সকলে দেখতে পান সেই কারণে এমন অভিনব উদ্যোগ মরিশাস সরকারের।

অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে সমগ্র বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। ভারতে তো রয়েইছে বিদেশের মাটিতেও প্রবাসী ভারতীয়দের রাম মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যাপক উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। এই খুশির আবহের মাঝে মরিশাস সরকারের এক অভিনব উদ্যোগ। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু ভাবে যাতে সকল ভক্তরা দেখতে পারেন সেই জন্য মরিশাস সরকার ২২ জানুয়ারি ২ ঘণ্টার জন্য বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মরিশাসে বহু ভারতীয় প্রবাসী বসবাস করেন। তাদের মধ্যে অনেকেই আছেন হিন্দুধর্মে বিশ্বাসী মানুষ। তারা অনেকেই মরিশাসে গুরুত্বপূর্ণ পদে চাকরীও করেন। তাদের কথা ভেবেই এই বিশেষ ছুটির কথা ঘোষণা করল মরিশাস সরকার।

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।  উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতাও দেবেন তিনি। বিদেশের মাটিতে  রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রতিষ্ঠা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষ্ঠা ভরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার সমস্ত ধরনের ধর্মীয় আচারে অংশ নেবেন।

Free Access

Related Articles